প্রেস ব্রিফিং অনুষ্ঠিত, খুলনার কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগর অস্ত্র গোলাবারুদসহ গ্রেফতার
জিকু আলম, ভ্রাম্যমান প্রতিনিধি – খুলনা মেট্রোপলিটন পুলিশ অপরাধ দমন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বদা তৎপর রয়েছে। কুখ্যাত অপরাধীদের আইনের আওতায় আনতে একের পর এক কেএমপি অস্ত্রধারী সন্ত্রাসী, কিশোর গ্যাং,স্বর্ণ চোরাচালানকারী, মাদক ব্যবসায়ীসহ, বিভিন্ন হত্যাকান্ডে জড়িত ও কুখ্যাত আসামীদের গ্রেফতারের জন্য সাঁড়াশী অভিযান পরিচালনা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় ১৯ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, নগরীর সোনাডাঙ্গা মডেল থানার সিএন্ডবি কলোনীর খেলার মাঠে একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী কর্মকান্ড ঘটানোর জন্য অবস্থান করছে। তাৎক্ষণিক পুলিশ দ্রুত সেখানে গিয়ে হাড্ডি সাগরকে দেখতে পায়। এসময় সে পুলিশের উপস্থিতি দেখতে পেরে তার কাছে থাকা পিস্তল পুলিশের দিকে তাক করে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন নগরীর সোনাডাঙ্গা মডেল থানার এস,আই (নিঃ) চৌকস অফিসার সুমন মন্ডলের নেতৃত্বে আভিযানিক দলটি সুকৌশলে নগরীর ত্রাস শীর্ষ সন্ত্রাসী সাগর বিশ্বাস ওরফে হাড্ডি সাগর ওরফে বেলাল হোসেনকে অস্ত্র-গোলাবারুদসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়। উক্ত শীর্ষ সন্ত্রাসী সাগরকে আটকের পর ঘটনাস্থল হতে তার হেফাজত হতে ৩ রাউন্ড গুলি ভর্তি ১টি ম্যাগজিন, ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। উল্লেখ্য খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জন সন্ত্রাসীর তালিকায় গ্রেফতারকৃত কুখ্যাত হাড্ডি সাগর ৩য় শীর্ষ সন্ত্রাসী। তাকে গ্রেফতারের জন্য সম্প্রতি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। খুলনার কুখ্যাত সন্ত্রাসী হাড্ডি সাগরকে আটকের পর গতকাল শুক্রবার দুপুরে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মনিরুজ্জামান (মিঠু) এক প্রেস ব্রিফিংএ বলেন, শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগরকে আমরা অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সে অবৈধ অস্ত্র দ্বারা সাম্প্রতিক সময়ে, কোন অপরাধজনক ঘটনা সংঘটিত করেছে কিনা সেটি আমরা নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতঃ অবৈধ আগ্নেয়াস্ত্রের উৎস, উদ্ধারকৃত অস্ত্র কোথায় কোথায় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত হয়েছে, আর কোথাও ব্যবহারের পরিকল্পনা ছিল কিনা তার এবং উক্ত আগ্নেয়াস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে আর কেউ জড়িত রয়েছে কিনা সে সমস্ত বিষয়গুলোর মূল রহস্য উদঘাটনপূর্বক জড়িত তার সকল সহযোগী আসামীদেরকে অচিরেই গ্রেফতার এবং আরও অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে। শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগরকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় অস্ত্র আইনে নং-২০, তারিখ-২০/১২/২০২৪ খ্রি. ধারা-১৮৭৮ সালের দ্যা আর্মস এ্যাক্ট এর ১৯-এ মামলা রুজু করা হয়েছে। সিডিএমএস এবং থানার রেকর্ড পর্যালোচনা করে দেখা যায় যে, তার বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি এবং মাদকসহ বিভিন্ন ধরনের ৭টি মামলা রয়েছে। মামলাগুলো যথাক্রমেঃ-
১) কেএমপির সোনাডাঙ্গা থানার, এফআইআর নং-২১/২০৭, তারিখ-১৪ সেপ্টেম্বর, ২০২০, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ২)কেএমপির সোনাডাঙ্গা থানার, এফআইআর নং-১৩, তারিখ-২১ সেপ্টেম্বর, ২০২৪,ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/ ১০৯/৫০৬/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। ৩) কেএমপির সোনাডাঙ্গা থানার, এফআইআর নং-২৭, তারিখ-২১ নভেম্বর, ২০২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড ১৮৬০।
৪) কেএমপির খালিশপুর থানার ,এফআইআর নং-১৩/১৩, তারিখ-০৯ জানুয়ারি, ২০১৯, ধারা-৩৬(১) সারণির ১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮। ৫) সোনাডাঙ্গা মডেল থানার মামলা নং-১৩, তারিখ-২২/০২/২০২৪ইং ধারা-৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড ১৮৬০। ৬) খুলনা সদর থানার মামলা নং-২৫, তারিখ-১৯/১২/২০২৪ইং ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। ৭) রূপসা থানার মামলা নং-০৫, তারিখ-০৭/১২/২০২৪ইং ধারা-১৪৩/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোড ১৮৬০। কেএমপির আওতাধীন সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ সন্ত্রাসী হাড্ডি সাগর (২৯) গ্রেফতারের পর প্রেস ব্রিফিংএর সময় আরও উপস্থিত ছিলেন, সোনাডাঙ্গা মডেল থানার এসি, মোঃ আজম খান, সোনাডাঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ শফিকুল ইসলাম, তদন্ত কর্মকর্তা হাওলাদার সানোয়ার হুসাইন মাসুম, এস,আই (নিঃ) সুমন মন্ডলসহ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।