২০২৪ এর যোদ্ধারা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো খুলনার ‘শেখ বাড়ি’
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা
২০২৪ এর যোদ্ধারা খুলনা ‘শেখ বাড়ি’ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে খুলনা নগরীর শেরে বাংলা রোডের শিববাড়ি মোড়ে শেখ বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাড়ীটি। এর আগে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর এই বাড়িতে ভাঙচুর- অগ্নিসংযোগ করা হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বুলডোজার দিয়ে এই বাড়িটি গুঁড়িয়ে দেয়। এসময় ছাত্র-জনতা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এসময় তাদের উল্লাস করতে দেখা গেছে। এ বাড়ীতে আবু নাসের এর পুত্র শেখ হেলাল ও তার পুত্সার সাবেক এমপি শেখ তন্ময় বসবাস করতেন। ৫ আগস্টের পর তারা দেশ ছেড়ে পালিয়ে যান। এদিকে ঢাকায় ধানমন্ডির ৩২ নম্বরের শেখ মুজিবের বাড়িতে ছাত্র-জনতা ঢুকে পড়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।