শেরপুরের ঝিনাইগাতীতে নীতিমালা ভঙ্গ করায় ২ সার ব্যবসায়ীকে অর্থদণ্ড

জাহাঙ্গীর হোসেন আহমেদ, শেরপুর প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতীতে সার বিক্রিতে নীতিমালা ভঙ্গ করায় ২ সার ব্যাবসায়ীকে ৮ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

৪ জানুয়ারি মঙলবার রাতে ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

অর্থদন্ডে দন্ডিত সার ব্যবসায়ীরা হলেন কৃষি বিতানের মালিক সিরাজুল হক মোল্লা ও সোহেল ট্রেডার্সের মালিক আব্দুল হাই।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে মেসার্স সোহেল ট্রেডার্সে বিক্রয় রেজিস্টার না থাকার অপরাধে ৩ হাজার টাকা এবং কৃষি বিতানকে বিক্রয় রেজিস্টার ও বিক্রয় ম্যামুতে ক্রেতার স্বাক্ষর না থাকার অপরাধে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক জানান যেহেতু সারের জন্য এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ সেজন্য সার বিক্রেতাগণ সকল বিধি পালন করে সার বিক্রয় করলে কৃষক যেমন উপকৃত হবে তেমনি সার পাচার রোধেও তা বিশেষ ভূমিকা রাখবে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *