জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুর কর্তৃক ১৩ (তেরো) গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ ০১ জন আসামি গ্রেফতারঃ
মশিউর রহমান ঃ
অদ্য ০৪/০২/২০২৫ খ্রি. মেহেরপুর জেলা পুলিশ সুপার জনাব মাকসুদা আকতার খানম, পিপিএম-এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, মেহেরপুর-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মেহেরপুর সদর থানাধীন পিরোজপুর পশ্চিম পাড়া (হটাৎ পাড়া) ধৃত আসামী মোঃ জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়া (৪৫) এর বসত বাড়ির দক্ষিণ পাশের টিনশেড ঘরের মধ্য হতে আসামী ১। মোঃ জিয়াউর মন্ডল ওরফে জিয়ারুল ওরফে জিয়া (৪৫) পিতা-মোঃ আজির আলী মন্ডল ওরফে আজের আলী, সাং-পিরোজপুর পশ্চিম পাড়া (হটাৎ পাড়া) থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।