৪৫ লক্ষ টাকা মূল্যের ১৫০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে ডিবি

মশিউর রহমান ঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৪৫ লক্ষ টাকা মূল্যের ১৫০০০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক কারবারি মো. দেলোয়ার হোসেন (৪৮) কে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-গুলশান বিভাগ।

আজ সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) সকাল ০৮:০৫ ঘটিকায় যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, সোমবার সকালে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক কারবারি চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন পরিবহন নামক বাসে করে ইয়াবা নিয়ে ঢাকার উদ্দেশে আসছে। এমন সংবাদের ভিত্তিতে সকালে যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া বাস স্টপেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি চায়ের দোকানের সামনে রাস্তার উপর অবস্থান গ্রহণ করে ডিবির টিম। সেন্টমার্টিন পরিহনের নির্দিষ্ট বাসটি সেখানে আসলে তল্লাশি করার জন্য থামানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় দেলোয়ারকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ১৫০০০ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। এ ঘটনায় গ্রেফতারকৃত দেলোয়ারের বিরুদ্ধে ডিএমপির যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃত দেলোয়ার একজন পেশাদার মাদক কারবারি। সে চট্টগ্রাম থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন কারবারি কাছে বিক্রয় করতো। সে উদ্ধারকৃত ইয়াবা বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিলো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃত দেলোয়ারকে যাত্রাবাড়ী থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *