ঘুষ ও দুর্নীতি বন্ধ করতে চাই : ডা. শফিকুর রহমান
বিশেষ প্রতিনিধি:
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বন্ধ করতে চাই ঘুষ ও দুর্নীতি। সাম্য ও সত্যের বাংলাদেশ চাই। যে জাতি রক্ত দিয়েছে, প্রয়োজনে তারা আবার রক্ত দেবে, তবুও ফ্যাসিবাদকে বরদাশত করবে না। গতকাল সোমবার বিকালে ফেনীর একটি কনভেনশন হলে জুলাই বিপ্লবে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখনও ফেনীতে চাঁদাবাজি ও দুর্নীতি হয়। চাঁদাবাজদের উদ্দেশ করে বলেন, সত্যি যদি দেশ-জাতিকে ভালো বাসেন, তাহলে এসব ছেড়ে দেন। এসব করলে শহীদদের সঙ্গে করা হবে বিদ্রুপ। আমাদের শহীদরা এ জন্য রক্ত দেনি। আমাদের সন্তানরা বলেছে, উই ওয়ান্ট জাস্টিস। আহতদের উদ্দেশে বলেন, ন্যায় বিচারের জন্য তোমরা জীবন দিয়েছ। এটি ধরে রাখতে আমরা জীবন দেব। রাষ্ট্রকে বলব, সব কিছু বাদ দিয়ে আহতদের চিকিৎসার দিকে নজর দিতে। চাঁদাবাজিসহ অপকর্ম অব্যাহত রাখলে এটা হবে ২৪-এর শহীদদের জন্য বিশ্বাসঘাতকতা। চাঁদাবাজির পথ প্রশস্ত করতে ২৪-এর শহীদরা প্রাণ দেয়নি, দোহাই লাগে এসব বন্ধ করুন। দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ দেখতে চাই।
একই দিন দুপুরে ২০২৪ সালের আগস্ট মাসে বন্যায় ফেনীর পরশুরামে বিএসএফের কেটে দেওয়া মুহুরী নদীর তীরের বল্লামুখা বাঁধ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি বলেন, কোনো দেশ এভাবে নদীর বাঁধ কেটে অন্য দেশকে বিপদে ফেলতে পারে না। এটার নজির নেই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ন্যূনতম সংস্কারের আগে নির্বাচন হওয়া ঠিক হবে না।