মির্জাপুরে ৩য় বারের অভিযানেও সেই ৭ ইটভাটা গুড়িয়ে দিয়েছে প্রশাসন

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

রাহিদ রানা

টাঙ্গাইলের মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা সেই ৭ ইটভাটা তৃতীয়বারের মত অভিযান পরিচালনা করে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে প্রশাসন।সোমবার উপজেলার গোড়াই ও বহুরিয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করে ভাটাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।গত ১২ডিসেম্বর প্রথম অভিযান পরিচালনা করে অবৈধ ইটভাটাগুলোকে মোট ২৪ লাখ টাকা অর্থদন্ড ও স্হায়ীভাবে ইট প্রস্তুত বন্ধ রাখার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।ভ্রাম্যমাণ আদালতের নির্দেশনা অমান্য করে পুনরায় ভাটাগুলো ইট প্রস্তুত শুরু করলে ২য় বার অভিযান পরিচালনা করে গত ১২ জানুয়ারি বাটা ব্রিকস, নিউ সরকার ব্রিকস, হক ব্রিকস, নিউ রমিজ ব্রিকস, বি এন্ড বি ব্রিকস, সান ব্রিকস ও রান ব্রিকস নামের ৭টি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয় প্রশাসন।এরপরও পুনরায় চিমনি স্থাপনের মাধ্যমে ইটভাটার মালিকগন ভ্রাম্যমাণ আদালতের নির্দেশের তোয়াক্কা না করেই পুনরায় ইট প্রস্তুত শুরু করেন।সোমবার সকাল থেকে তৃতীয়বারের মতো অবৈধভাবে গড়ে ওঠা সেই ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পুনরায় ভেঙ্গে গুড়িয়ে দেয় প্রশাসন।এসময় এইচএসবি নামক ইটভাটার যথাযথ কাগজপত্র দেখাতে না পারায় ভাটার মালিককে ২ লাখ টাকা অর্থদন্ড প্রদান করেন।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম আরিফুল ইসলাম, এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হাসান,টাঙ্গাইল পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক,পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর,সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ পুলিশ ও সেনাবাহিনী সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *