বটিয়াঘাটায় বেড়েছে মোটর সাইকেল চুরি-ছিনতাই, গ্রেফতার-১
সেখ রাসেল, ব্যূরো চিফ, খুলনা
খুলনার বটিয়াঘাটায় প্রতিদিনই একটি করে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গত ৩ দিনে উদ্ধার হয়েছে একটি। গ্রেফতার হয়েছে একজন। তার পরেও থেমে নেই চুরি। গতকাল বেলা তিনটার দিকে খানা সদরে কৃষি অফিসের সামনের রাস্তায় রাখা জাগরণী ফাউন্ডেশনের কর্মচারী গোবিন্দ বাবুর মোটরসাইকেল তালা ভেঙে চুরি হয়। তিনি অফিসের কাজ সেরে রাস্তায় এসে মোটরসাইকেলটি না দেখে খোঁজাখুঁজির পর থানায় লিখিত অভিযোগ করেন। এর পূর্বের দিন শনিবার সন্ধ্যায় অভিনব কায়দায় আল মামুন নামে এক যুবকের মোটরসাইকেল মল্লিকের মোড় থেকে বাঁয়ে ইটের রাস্তার ওপরে ছিনতাই, মোটর সাইকেলটির মালিকের বাড়ি আড়ংঘাটা থানা সদরে। ভুক্তভোগী মামুন জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে গত শুক্রবার সন্ধ্যায় রাইসা সুন্দরী নামে একটি মেয়ের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে কথা হয়। সেদিন মোটরসাইকেলে করে মেয়েটিকে মল্লিকের মোড় এলাকায় পৌঁছে দেয়। শনিবার সন্ধ্যায়’ রাইসা সুন্দরী সাচিবুনিয়া মোড়ে মামুনকে আসতে বলে। পরে তাকে আবারও বাড়ি এগিয়ে দিতে নিয়ে যায়। মল্লিকের মোড় থেকে বাঁয়ে ইটের রাস্তার মাথায় একটি দোকানের পাশে গেলে সামনে থেকে তিনজন এসে গতিরোধ করে। এসময়ে দোকানের সামনে বসে থাকা আরও একজন দ্রুত এসে মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ফাঁকে ওই সুন্দরীও পালিয়ে যায়। পরে তিনজনে মামুনকে বিলের মধ্যে নিয়ে শারীরিক নির্যাতন শেষে রাত দশটার পর ছেড়ে দেয়। নতুন ক্রয় করা দুই লাখ ৩৫ হাজার টাকা মূল্যের এফ জেড ব্লাক মোটরসাইকেল হারিয়ে মামুন দিশেহারা হয়ে পড়েন।
বিষয়টি নিয়ে গতকাল থানায় তিনি লিখিত অভিযোগ করেন। এদিকে মোটরসাইকেল চুরি সিন্ডিকেটের প্রধান দাকোপ উপজেলার রামনগর গ্রামের কৃষ্ণপদ মজলের ছেলে প্রণব মণ্ডলকে (৩১) বটিয়াঘাটা থানার এসআই আসাদুজ্জামানসহ তার সঙ্গীয় ফোর্স গত শুক্রবার রাতে বরণপাড়া মন্দিরের নিকট থেকে গ্রেফতার করেন। পুলিশ জানায় ৫/৬ জন মিলে মোটরসাইকেল কেনাবেচার সময় প্রণবকে। গ্রেফতার করা হয়। তার নিকূট থেকে বাজাজ কোম্পানির ১৫০ সিসির কালো-লাল মোটরসাইকেল উদ্ধার করা হয়। প্রণব স্বীকার করেছে সে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সাতকানিয়া গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে সাধন কুমার মন্ডলসহ আরও ৬/৭ জন জড়িত রয়েছে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাশার বলেন, মোটরসাইকেল চালকদের উচিত তার গাড়ির দিকে খেয়াল রাখা বা নিরাপদ স্থানে রাখা। তার পরেও এসব মোটরসাইকেল উদ্ধারের জন্য অভিয়ান অব্যাহত থাকবে।