হাতিরঝিলে গোলাগুলিতে আহত ২

রাজধানী প্রতিনিধি
রাজধানীর হাতিরঝিল এলাকায় ‘কিশোর গ্যাংয়ের’ দুই পক্ষের গোলাগুলিতে দুজন আহত হয়েছে। তাদের গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাত সোয়া ১০টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় জিলানী ও শুভা নামের দুই জনকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এর আগে, রাত ৯টার দিকে হাতিরঝিল থানার উলন পুরাবাড়ি এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের জিলানী (৫৫)। অপরজন শুভ (১৭)।

হাতিরঝিল থানার নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘উলন এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করছে পুলিশ।’ তিনি জানান, গুলিবিদ্ধ দুজন পথচারী ছিলেন বলে জানা গেছে। তদন্ত চলছে, জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

গুলিবিদ্ধ জিলানীর ছেলে সাইফুল হাসপাতালে বলেন, ‘আমার বাবা উলন পুরাবাড়ি এলাকায় কলা বিক্রি করে। রাত ৯টার দিকে হঠাৎ দুর্বৃত্তরা গুলি ছুড়লে আমার বাবা গুলিবিদ্ধ হয়। পাশে থাকা শুভ নামে আরও একজন গুলিবিদ্ধ হয়। পরে গুলিবিদ্ধ অবস্থায় আমার বাবা ও শুভকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।’

কে বা কারা গুলি চালিয়েছে তা জানাতে পারেননি শুভ। তিনি জানান, তাঁদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার কমলপুর এলাকায়। আর শুভর বাড়ি শরীয়তপুর জেলার ডামুডা থানার কাচিকাটা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, উলন এলাকা থেকে এক বৃদ্ধ ও এক কিশোরকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে জরুরি বিভাগে তারা চিকিৎসাধীন। বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *