কুড়িয়ে পাওয়া ককটেলে উড়ে গেল শিশুর হাত
রাজধানী প্রতিনিধি
রাজধানীর শনির আখড়া জাপানি বাজারের ৪ নম্বর গলির একটি বাসায় ককটেল বিস্ফোরণে নুরুল ইসলাম (৮) নামে এক শিশু আহত হয়েছে। বিস্ফোরণে তার ডান হাতের সব আঙুল উড়ে যায়। গতকাল রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এবং পরে শ্যামলীর পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে নিয়ে আসা শিশুর প্রতিবেশী বিজয় জানান, বিকালে শনির আখড়া জাপানি বাজারের ৪ নম্বর গলিতে শিশুটি লাল স্কচটেপ দিয়ে মোড়ানো একটি প্লাস্টিকের বল পায়। পরে ওই বল দিয়ে খেলার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে তার ডান হাতের সব আঙুল উড়ে যায়। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, ওই শিশুটির গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার চর ফরিদপুর গ্রামে। ঢাকার শনির আখড়া এলাকায় পরিবারের সঙ্গে থাকত সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, শনির আখড়া থেকে এক শিশু ককটেল বিস্ফোরণে আহত হয়ে ঢাকা মেডিক্যালে এসেছে। তার ডান হাতের আঙুল উড়ে গেছে।
এদিকে রাজধানীর টিকাটুলী ফ্লাইওভারের ঢালে মাইক্রোবাসের ধাক্কায় মোছা. মরিয়ম আক্তার (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে।
মরিয়ম আক্তারের স্বামী স্বপন বলেন, টিকাটুলী অভিসার সিনেমা হলের পাশেই আমার একটি মুদির দোকান রয়েছে। দোকান থেকে বাসায় যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস আমার স্ত্রীকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিক্যালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার নুরুল্লাহপুর গ্রামে। বর্তমানে টিকাটুলী এলাকায় ভাড়া বাসায় থাকি। আমাদের দুই সন্তান রয়েছে।
ফার্নিচার কারখানায় রঙমিস্ত্রির ঝুলন্ত মরদেহ : এদিকে রাজধানীর বাড্ডার সাঁতারকুলে একটি ফার্নিচার কারখানা থেকে সজিব মোল্লা (২৫) নামে এক রঙমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। সজিব মোল্লাবাড়ি মাদারীপুরের শিমুলতলা গ্রামে। তিনি মোল্লাবাড়ির মো. ফারুক মোল্লার ছেলে এবং বাড্ডার সাঁতারকুলে একটি বাড়িতে ভাড়া থাকতেন। বাড্ডা থানা উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ গোলাম মাওলা জানান, ফার্নিচার কারখানার দরজা ভেঙে সজীব নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কী কারণে তিনি ফাঁস দিয়েছেন সেই বিষয়টি প্রাথমিকভাবে জানা যায়নি।