মাদারীপুরের আওয়ামীলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

স্টাফ রিপোটার, মাদারীপুর:
মাদারীপুরের ডাসার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় আজিজ হাওলাদার (৬২) নামে আওয়ামীলীগের এক কর্মীর লাশ উদ্ধার করছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত-আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। সে আওয়ামীলীগের একজন তৃণমূল কর্মী ছিলেন। আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে তাকে নিয়মিত দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ, স্থানীয় ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, মো. আজিজ হাওলাদার ডাসার উপজেলা সদরের কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন। পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন মানুষের কাছে টাকা বিনিয়োগ করে সুদের কারবার করতেন। প্রতিদিনের মতন শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলে পরিচালনা করেন। কিন্তু রাত ১০ পরে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা গামছা দিয়ে বাঁধা লাশ দেখতে পান। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ মো. আজিজ হাওলাদারের ডাসার কাঁঠালতলা বাজারের দোকানে একাধিক স্টাম্প ও অনেকের নাম ও টাকার অংক লিখিত রেজিস্ট্রি খাতা উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান মো. আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের টাকার লেনদেন করতেন। এবং আওয়ামীলীগের একনিষ্ট কর্মী ও সমর্থক ছিলেন। তবে স্বজনের দাবী তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

আজিজ হাওলাদার জীবিত থাকাকালে ফেসবুকে দেওয়া পুরনো এক ভিডিও সাক্ষাতকারে তাকে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের প্রতি তার অগাধ বিশ্বাসের কথা বলেন। তিনি ভিডিওতে বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে ভালোবাসি। কোন কিছু পাওয়ার আশায় ভালবাসি না। কোন স্বার্থর জন্য ভালোবাসি না। ছোটবেলায় দেশ স্বাধীনের পরে শেখ সাবকে আমি নিজে দেখেছি। তারপর থেকেই আমি তাকে ভালোবাসি।’

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মম ভাবে মারছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। আমার ভাই আওয়ামীলীগের সমর্থক ছিল। তবে তাকে কী কারণে কারা খুন করেছে আমরা তা এখন বুঝতে পারছি না।’
ডাসার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফউজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের এমন ত্যাগী কর্মীকে গামছা পেঁচিয়ে নির্মম ভাবে হত্যা যারা করেছে তাদেরকে বিচারের দাবী করছি।’-এসময় ফেসবুকে নিহত আজিজ হাওলাদারের একটি ভিডিও সাক্ষাতকারও তিনি পোষ্ট করেন। যেখানে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুকে নিঃশ^ার্থ ভাবে ভালোবাসার কথা জানিয়েছিলেন নিহত আজিজ হাওলাদার।’
এই ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমরা সংবাদ পেয়ে ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এই বিষয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত থাকায় কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *