যশোরে মাদ্রাসা ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে চাঁদা দাবি, যুবক আটক

যশোর প্রতিনিধি
যশোরে এক মাদ্রাসা ছাত্রীর গোপন ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে চাঁদাদাবির অভিযোগে এক যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। শুক্রবার বিকেলে তাকে খড়কি থেকে আটক করা হয়েছে। আটক ইমরান ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা কোতোয়ালি থানায় মামলা করেছেন।
মামলায় উল্লেখ করা হয়েছে, যশোর সদর উপজেলার দেয়াড়ার একটি মাদ্রাসায় ১০ শ্রেনীতে পড়াশোনা করেন। ইমরান তাকে বিভিন্ন সময় বিরক্ত করতে থাকেন। এমনকি ওই ছাত্রীর মোবাইল নাম্বার ম্যানেজ করে কল দিয়ে বিয়ের প্রস্তাবও দেন। এক পর্যায় তার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে গোপনে দেখা করেন ও ভিডিও কলে কথা বলেন। এরমাঝে কৌশলে ইমরান ওই ছাত্রীর অশ্লীল কিছু ছবি ও ভিডিও ধারন করে রাখে। যা পুজি করে ইমরান ব্ল্যাক মেইল করতে থাকে।

সর্বশেষ গত ২৮ জানুয়ারি রাতে বাদীর কয়েকজন আত্বীয়ের মোবাইল ফোনে ইমোর মাধ্যামে ওই ছাত্রীর গোপন ভিডিও ও ছবি পাঠায়। একই সাথে জানানো হয় ইমরানকে আটলাখ টাকা দিতে হবে অন্যথায় ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হবে। বিষয়টি জানতে পেরে বাদী কোতোয়ালি থানাকে অবহিত করে। পুলিশ মোবাইল ফোন ট্রাকিং করে শহরের খড়কি এলাকা থেকে ইমরানকে আটক করে।
এদিকে ইমরানের স্বজনেরা জানায়, ইমরান ওই ছাত্রী বিয়ে করেছেন। ইমরান বিদেশে ছিলেন সেসময় মোটা অংকের টাকা দেয়া হয়েছে ওই ছাত্রীর পরিবারকে। কিন্তু দেশে ফেরার পর ইমরানের সাথে প্রতারণা করেছে ওই পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *