দাউদকান্দিতে বিদ্যুৎস্পর্শে মৃত্যু ১
দাউদকান্দি প্রতিনিধি:
দাউদকান্দিতে নির্মাণাধীন দালানে কাজ করতে গিয়ে বিদুৎস্পর্শে হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার শ্রীরায়েরচর বাজারের আক্তার প্রধানের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহত শামীম আহমেদ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জাকির হোসেন ভুঁইয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নের শ্রীরায়েরচর বাজারে এক প্রবাসীর মার্কেটের নির্মাণাধীন ভবনে কয়েক রাজমিস্ত্রি কাজ করছিলেন। রাজমিস্ত্রি শামীম দালানের ছাদের ওপর রড কাটছিলেন। হঠাৎ রডটি বাঁকা হয়ে বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দালানের ছাদ থেকে নিচে পড়ে যান। পরে অন্য সহযোগী শামীমকে শ্রীরায়েরচর বাজারে ইউনিক ক্লিনিকে নিয়ে যান।