টাঙ্গাইলে রডমিস্ত্রিকে গলা কেটে হত্যা
একান্ত প্রতিনিধি:
টাঙ্গাইল সদরে ফুলচান (২০) নামে এক রডমিস্ত্রিকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বাড়ির পাশে নিহতের মরদেহ পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বসাকপাড়া রোড ছোট বিন্নাফৈর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফুলচান ওই এলাকার স্বন্দেশ মিয়ার ছেলে। দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাভলু মিয়া লাবু এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৮টার দিকে স্থানীয়রা ফুলচানের গলাকাটা মরদেহ তার বাড়ির পাশে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহমেদ জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। যারাই এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকুক না কেন, তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।