ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী ইসলাম গ্রহণ করেছেন।
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা।
জনপ্রিয় ইসলামিক স্কলার ও দারুসসালাম মসজিদের খতিব আবদুল হাই মোহাম্মদ সাইফুল্লাহর নিকট ইসলাম গ্রহণ করলেন ক্রীড়া সাংবাদিক এবং বিশ্লেষক দেব চৌধুরী। শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর দারুসসালাম শাহী মসজিদে জুমার নামাজের সময় কালেমা শাহাদাহ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।
শাহাদাহ পাঠের পর মসজিদে উপস্থিত মুসল্লিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অনেকেই তাকে আলিঙ্গন করেন এবং উপহার হিসেবে ফুল ও পোশাক দেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন, ‘আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি। আমি আরবি পড়তে পারি না, তবে আমার ঘরে কোরআনের বাংলা অনূদিত তিনটি কপি রয়েছে।’
ঘটনার সত্যতা যাচাইয়ে দেব চৌধুরীকে গণমাধ্যমের পক্ষ থেকে ফোন করা হলে তিনি জানান, ‘জি, আলহামদুলিল্লাহ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’ দেবকে ইসলামে স্বাগত জানিয়ে ক্রিকেটার শাহরিয়ার নাফিস তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন। নাফিস লিখেছেন, আল্লাহ আপনাকে কবুল করুন। আল্লাহ আপনার পথচলা সহজ করে দিন। আল্লাহ আপনার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমিন।
প্রসঙ্গত, দেব চৌধুরী সবশেষ অলরাউন্ডার নামের একটি ক্রীড়া বিষয়ক অনলাইন পোর্টালের সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ক্রিকেট বিশ্লেষক হিসেবে সরব উপস্থিতি রয়েছে তার।