ইন্দুরকানীতে ১১ সড়কের নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ
ইন্দুরকানী প্রতিনিধি:
তৎকালীন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ঠিকাদাররা আত্মগোপনে রয়েছেন। এর ফলে রাজনৈতিক পট পরিবর্তনের পর ইন্দুরকানীতে উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে। এতে বন্ধ হয়ে গেছে উপজেলায় ১১ সড়কের নির্মাণ ও সংস্কারকাজ। ঠিকাদার ও তাদের লোকজন দীর্ঘদিন প্রকল্প এলাকায় না আসায় এসব সড়কের কাজ শেষ হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
জানা গেছে, কয়েক মাস ধরে কাজ ফেলে রাখায় নির্মাণ ও সংস্কারকাজ শুরু করা সড়কগুলোতে চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইতোমধ্যে অনেক সড়ক ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ ছাড়া কয়েকটি প্রকল্পের কাজ শেষ না করেই ঠিকাদার পুরো অর্থ তুলে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সড়কের কাজ আংশিক শেষ করে ফেলে রাখায় ভোগান্তি পোহাতে হচ্ছে যানবাহনচালক ও স্থানীয় বাসিন্দাদের।
সরেজমিন দেখা যায়, উপজেলা পরিষদের সামনে থেকে ইন্দুরকানী-সাঈদখালী সড়কের নির্মাণকাজ শুরু হয়ে আংশিক শেষ হয়েছে। গত ৫ আগস্টের পর ঠিকাদার ও তার লোকজন প্রকল্প এলাকায় আসছেন না। এতে ওই সড়কের কাজ পুরোপুরি বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
এভাবে চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর সওজের সড়ক থেকে সোবাহান চেয়ারম্যানের বাড়ি পর্যন্ত এক কিলোমিটার, পাড়েরহাট বাসস্ট্যান্ড থেকে হোগলাবুনিয়া পর্যন্ত এক কিলোমিটার, চাড়াখালী জামে মসজিদ থেকে কলেজ পর্যন্ত এক কিলোমিটার, পত্তাশী কেওড়ার মোড় থেকে খেজুরতলা বাজার পর্যন্ত এক কিলোমিটার, কলারণ জমাদ্দারহাট থেকে কাপালিবাড়ী পর্যন্ত এক কিলোমিটার, পাড়েরহাটের চালনা ব্রিজ থেকে বৌডুবি পর্যন্ত দেড় কিলোমিটার, চন্ডিপুর বেইলি সেতু থেকে খোলপটুয়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়কের কাজ আংশিক শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ইন্দুরকানীতে এলজিইডির ১১টি সড়ক প্রকল্পের কাজ পেয়েছে ইফটি-ইটিসিএল, সরদার এন্টারপ্রাইজ ও ইউনুস অ্যান্ড ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ইফটি-ইটিসিএলের স্বত্বাধিকারী ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ। গত সরকারের আমলে ক্ষমতার দাপটে ঠিকাদাররা কাজের চেয়ে বেশি অর্থ তুলে নিয়েছেন। এখন তারা আত্মগোপনে থাকায় সড়কগুলোর কোনো কাজ হচ্ছে না। ঠিকাদারদের কাজ শেষ না করে অর্থ তুলে নেওয়া ও অনিয়মের অভিযোগের বিষয়ে এলজিইডির পক্ষ থেকে তদন্ত চলমান রয়েছে।
এ বিষয় ঠিকাদারি প্রতিষ্ঠান ইফটি-ইটিসিএলের স্বত্বাধিকারী ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ তার মুঠোফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ হোসেন জানান, এলাকাবাসীর ভোগান্তি দূর করার জন্য নির্মাণাধীন সড়কগুলোর কাজ যাতে দ্রুত শেষ করা যায় সেজন্য সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হয়েছে।
ইন্দুরকানী উপজেলা প্রকৌশলী লায়লা মিথুন বলেন, এ উপজেলার নির্মাণাধীন ১১টি সড়কসহ পিরোজপুরের বেশ কটি প্রকল্পে অনিয়মের বিষয়ে মন্ত্রণালয় ও এলজিইডির বিশেষ টিম ঘুরে ঘুরে তদন্ত করছে, যার কারণে সব কাজ বন্ধ রয়েছে। তদন্তের পর এসব প্রকল্পের কাজ শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।