গুলশানে দু’জনকে কুপিয়ে কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ
ঢাকা প্রতিনিধি:
রাজধানীর গুলশান-২ এলাকায় দু’জন ব্যক্তিকে কুপিয়ে বিপুল পরিমাণ টাকা ও ডলার ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে ইসিজি মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, আব্দুল কাদের শিকদার (৩০) ও আমির হামজা। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা মানি এক্সচেঞ্জ ব্যবসার সাথে জড়িত বলে জানা গেছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা মিন্টু শিকদার নামে একজন জানান, রাত ৯টার দিকে গুলশান ইসিজি মার্কেটের সামনে ১০ থেকে ১২ জন অজ্ঞাত ব্যক্তি একটি মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দু’জনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দু’জন গুরুতর আহত হয়।
তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে গুলশান থানার উপ পরিদর্শক মারুফ আহমেদ বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছে। সিসিটিভি ফুটেজের যাচাই-বাছাই চলছে। পূর্ব শত্রুতা থেকে এই ঘটনা ঘটতে পারে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছে বলেও জানিয়েছেন তিনি।