গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজি, ওয়াকিটকিসহ আটক ২

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি এবং ব্যবহৃত সুজুকি ব্র্যান্ডের মোটরসাইকেল ও নগদ টাকা জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদীঘি এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। আটক দুজন হলেন- মো. জুম্মান ও মো. ফিরোজ (২০)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম জানান,‘গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাবাজি করতে গিয়ে দুজন আটক হয়েছেন। এ বিষয়ে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *