কেরানীগঞ্জে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদকে (৪৫) ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১০। গ্রেপ্তারকৃত আসামির গ্রামের বাড়ি বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকায়। তার বাবার নাম আ. ছত্তার হাওলাদার। সে দীর্ঘদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা উত্তর পারা এলাকায় আত্মগোপন করে বসবাস করে আসছিল।
সোমবার (২০ জানুয়ারি) দুপুরে র্যাব-১০ এর মিডিয়া সেলের মাধ্যমে অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার সিনিয়র সহকারী পুলিশ সুপার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানান।
তিনি জানান, ১৯ জানুয়ারি বিকাল আনুমানিক সাড়ে ৫টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় জানতে পারেন নলছিটি এলাকার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাড্ডা উত্তর পাড়া এলাকায় আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদকে গ্রেপ্তার করে।
র্যাব-১০ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি শহীদুল ইসলাম ওরফে শহীদ উল্লেখিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। গত রবিবার র্যাব-১০ এর টিম গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।