৭_কেজি_গাঁজা_উদ্ধার_ও_০১টি_পিকআপসহ জেলা_গোয়েন্দা_শাখা_সিরাজগঞ্জ_কর্তৃক ০৪_জন_মাদক_কারবারি_আটক।

মশিউর রহমান ঃ
সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ ফারুক হোসেন মহোদয় এর তথ্য ও দিক-নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ একরামুল হোসাইন এর সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ)/ মোঃ নাজমুল হক, বিপিএম এর নের্তৃত্বে সঙ্গীয় ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযানের অংশ হিসেবে ২১/০১/২০২৫ খ্রিঃ সকাল অনুমান ০৬.৪০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে একটি নীল রংয়ের পিকআপ গাড়ী তল্লাশী করে ০৭(সাত) কেজি গাঁজাসহ মাদক কারবারি আসামী ১। মোঃ আঃ লতিফ (৫৫), পিতা-মোঃ মজিবর রহমান, সাং-ধনিঘাগলা, ২। মোঃ আব্দুল্লাহ (৩০), পিতা-নওশাদ আলী, সাং-ঘাগলা বাজার, উভয় থানা-নাগেশ্বরী, ৩। মোঃ নুর ইসলাম (৪২), পিতা-মৃত খয়বর আলী, ৪। মোঃ শফিকুল ইসলাম (৩২), পিতা-মোঃ সলিম উদ্দিন, উভয় সাং-অনন্তপুর, থানা-ফুলবাড়ি, সর্ব জেলা-কুড়িগ্রামগণদের গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *