সংবাদ প্রকাশের জেরে মণিরামপুরে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​ দৈনিক গ্রামের কাগজের মণিরামপুর পৌর প্রতিনিধি ও মণিরামপুর প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক তাজাম্মূল হোসাইন সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করেন। এ ঘটনা জানাজানি হলে সাংবাদিকসহ এলাকাবাসীর মধ্যে চরম অসন্তোষ বিরাজ করে।
স্থানীয় সাংবাদিকরা জানান, পুলিশের এক সময়ের কথিত সোর্স বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে ইতিপূর্বে দৈনিক গ্রামের কাগজসহ বেশ কয়েকটি দৈনিকে সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক তাজাম্মূল হোসাইনের ওপর এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় বুলবুল আহমেদ বুলির বিরুদ্ধে মামলা করা হয়েছে।
জানা যায়, উপজেলার পাড়িয়ালি গ্রামের বুলবুল আহমেদ বুলি ইতিপূর্বে ভাড়ায় মোটরসাইকেল চালানোর পাশাপাশি পুলিশের কতিথ সোর্স হিসেবে কাজ করতেন। এছাড়া পুলিশসহ বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন বুলবুল আহমেদ বুলি। রাতারাতি মোটরসাইকেল চালক থেকে বনে যান অঢেল সম্পত্তির মালিক। পৌরশহরের দূর্গাপুর এলাকায় তার রয়েছে চারতলা বিশিষ্ট দুটি ফ্ল্যাট বাড়ি। সম্প্রতি যশোরের ডিবি পুলিশ অভিযান চালিয়ে জাল সার্টিফিকেট, চেকবই, সিল এবং নগদ টাকাসহ আটক করে বুলি ও পলাশ কুশরিকে। এ ঘটনায় থানায় মামলা হলে তাদেরকে বেশ কয়েকমাস জেল হাজতে থাকতে হয়।
সোমবার দুপুর দুটোর দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা পরিষদের সামনে যান মণিরামপুর প্রেসক্লাবের আইসিটি বিষয়ক সম্পাদক তাজাম্মূল হোসাইন। এ সময় বুলবুল আহমেদ বুলি ও তার এক সহযোগী মোটরসাইকেলে এসে লোহার রড দিয়ে তাজাম্মূলকে বেধড়ক মারপিট করে পালিয়ে যান। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে প্রেসক্লাবের সভাপতি মজনুর রহমান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন, প্রতিদিনের কন্ঠের সম্পাদক শাহিনুর রহমান পান্নাসহ স্থানীয় সাংবাদিকেরা হাসপাতালে গিয়ে তাজাম্মূলের খোঁজখবর নেন। হামলার ঘটনা জানতে বুলবুল আহমেদ বুলির মোবাইল ফোলে কল করা হলে তিনি বলেন, ‘ভাই আমি এখন যশোরে আছি, পরে দেখা করে বিস্তারিত জানাবো’।
মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ইমদাদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী জানান, এ ব্যাপারে কোন ছাড় দেওয়া হবেনা। ইতিমধ্যে বুলবুল আহমেদ বুলিকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *