মাগুরার শ্রীপুরে জামায়াত নেতার বাড়িসহ অন্তত ২০ টি বাড়ি ভাঙচুর ও লুটপাট
মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রূপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষেরই অন্তত ২০ টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা। গত শুক্রবার (১৭ জানুয়ারি) উপজেলার শ্রীকোল ইউনিয়নের দাইরপোল-দরিবিলা গ্রামের দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে নামে।
এ ঘটনায় দাইরপোল গ্রামের বাসিন্দা জামায়াতে নেতা আখতার হোসেনের বাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে তিনি জানান, গত ১৬ জানুয়ারি মাগুরার নোমানী ময়দানে জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এর আগমন উপলক্ষে জেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনিসহ গ্রামের বেশ কিছু মানুষ সম্মেলনে যান। এই সম্মেলনে যাওয়াকে কেন্দ্র করে তার বাড়িতে শুক্রবার বেলা ১২ টার দিকে অতর্কিত হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় তিনি হামলার ঘটনায় শ্রীকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুল আলম ও তার সমর্থকদের জড়িত থাকার অভিযোগ করেন।
এছাড়াও একই গ্রামের আওয়ামী লীগ সমর্থক বাহারুল ইসলামের বাড়িতেও হামলা ও ভাঙচুর করা হয়েছে। এতে পুরো বাড়ির আসবাব পত্র ভাঙচুরসহ নগদ অর্থ লুটপাট করার অভিযোগ তুলে বাহারুল ইসলামের স্ত্রী জানান, শুক্রবার দুপুরে হঠাৎ ১থেকে দেড়শতাধীক লোক এসে আমাদের বাড়িঘর, আসবাবপত্র সব কিছু ভাঙচুর করে নগদ টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এখনো বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে আমরা বর্তমানে নিরাপত্তাজীনতায় ভুগছি।
জামায়াত নেতার বাড়ি ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারী মিজানুর রহমান জানান, আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে দীর্ঘদিন যাবত জুলুম, নির্যাতনের শিকার হয়েছি। এখনো আমাদের নেতাকর্মীদের বাড়িঘরে এরকম নেক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই। আমরা প্রশাসনকে অবগত করেছি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি।
এ ঘটনায় শ্রীকোল ইইনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার মাগুরায় জামায়াতে ইসলামীর একটা মিটিং ছিলো সেখান থেকে এসে আমাদের গ্রামের আমিরুল শেখ নামের একজনকে মারধর করে এবং তার ব্যবহৃত মটর সাইকেলে অগ্নিসংযোগ করে ইফতিয়ারসহ তাদের লোকজন। এঘটনার পর দু’পক্ষের মধ্যেই উত্তেজনা চরমে পৌছায়। একপর্যায়ে দু’পক্ষই বাড়িঘর ভাঙচুর করে। তবে এঘটনায় আওয়ামীলীগের সমর্থকরা উস্কানিমূলক ভাবে এই ষড়যন্ত্র করেছে।
এ ঘটনায় শ্রীপুর থানার অফিসার্স ইনচার্জ ইদ্রীস আলী জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক থানা পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।