বাড়ির মাটি কেটে নিয়েছে ভাসুর ও জা প্রতিবাদ করায় গৃহবধূকে জখম, থানায় অভিযোগ

ভাম্যমান প্রতিনিধি
যশোরের চাউলিয়া ফকিরপাড়ায় জোর করে মাটি কেটে নেয়ার প্রতিবাদ করায় গৃহবধূকে পিটিয়ে জখম করেছে ভাসুর ও জা। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। স্থানীয় নরেন্দ্রপুর ফাঁড়ির ইনচার্জ মারপিট ও মাটি কাটা ঘটনার সত্যতা পেয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, চাউলিয়ার নজরুল ইসলাম ও তার স্ত্রী জলি বেগমের (৩৫) সাথে পূর্ব শত্রুতা চলে আসছিল ভাসুর মাসুদুর রহমান ও জা রোকেয়া বেগমের সাথে। পারিবারিক নানা বিষয় নিয়ে জলি বেগম ও তার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছিল মাসুদুর রহমান। এছাড়া মারপিট, খুনজখমের হুমকি দিয়ে আসছিল। প্রতিবাদ করায় সম্প্রতি জোর করে জলির ঘরের পেছনে দেয়াল ঘেঁসে মাটি কেটে নেয়। এতে করে ঘর ক্ষতিগস্ত হয়। ফাটল ধরে যায়। এসবের প্রতিবাদ করায় ভাসুর মাসুদুর রহমান ও জা রোকেয়া বেগম জলির বাড়িতে বেআইনীভাবে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারপিট করে। বাঁশের লাঠি ও কাঠ দিয়ে জলির হাতে, পায়ে, বুকে, পিঠে, মাথায়, মুখে এলোপাতাড়ি রক্তাক্ত জখম করে। জলির ডাকচিৎকারে তার বড় মেয়ে মুসরাত (১৬) ও মেঝো মেয়ে জান্নাতুল ফেরদাউস (১২) ঠেকাতে আসলে তাদেরকেও এলোপাতাড়ি মারপিট করে ভাসুর ও জা। এ ব্যাপারে থানায় অভিযোগ করা হলে নরেন্দ্রপুর ফাঁড়ি ইনচার্জ এসআই শাহিন ঘটনাস্থলে যান এবং ঘটনার তদন্ত করেন।
এসআই শাহিন জানিয়েছেন, তদন্তে তিনি নিজে গিয়েছেন। জা রোকেয়া বেগম জলি বেগমকে মারপিট করেছে সত্য। মাটি কেটে নিয়েছে সত্য। তবে উভয়পক্ষের সাথে তিনি কথা বলেছেন। ঘটনার মিমাংসা করে দেয়ার চেষ্টা চলছে। আর যাতে জলি বেগমের সাথে খারাপ আচরণ না করেন সে ব্যাপারেও সতর্ক করা হয়েছে মাসুদুর রহমানকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *