খুলনা সোনাডাঙ্গা ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১
সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা:
খুলনা সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্বরণী এলাকা হতে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জাকির হোসেন (৪১) নামে এক জন গ্রেফতার হয়েছে।
মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম শনিবার রাতে অভিযান চালিয়ে এ উদ্ধার-গ্রেফতার করেছে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। রোববার আসামিকে আদালতে সোপর্দের পর কারাগারে পাঠানো হয়েছে। আসামি জাকির সোনাডাঙ্গা আবাসিক এলাকার ২য় ফেইজ এলাকায় বসবাস করতেন। তিনি নগরীর চাঁনমারী এলাকার এক মাদক কারবারীর কাছ থেকে পাইকারী দরে ইয়াবা সংগ্রহ করে শহরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে।
মহানগর ডিবি’র উপ-পরিদর্শক শেখ রায়হানুল ইসলাম দৈনিক জন্মভূমিকে বলেন, মাদক কেনা-বেচা সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকির নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। সে সময় তার ডান হাতে থাকা লাল রঙের শপিং ব্যাগের মধ্যে ৫ টি নীল রঙের জিপারে রক্ষিত ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্য সদস্যদের গ্রেফতার ও মাদক দ্রব্য উদ্ধারের জন্য চেষ্টা চলছে।