চোরাই স্বর্ণালঙ্কারসহ গৃহকর্মী গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরির অভিযোগে করা মামলায় রাশেদা বেগম (৩৮)এক গৃহকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে কক্সবাজারের হারবাং এলাকা থেকে ওই গৃহকর্মীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে চুরি হওয়া ১৮ ভরি স্বর্ণালংকার থেকে ৯ ভরি ৪ আনা ৪ রত্তি স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ জানান, পাহাড়তলী থানার ইস্পাহানি আজম নগর, নুরবাগ আবাসিক এলাকার বিলাস ভবনের ২য় তলার একটি বাসা থেকে গত ৫ জানুয়ারি ১৮ ভরি স্বর্ণালংকার চুরি হয়। এঘটনায় মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে স্বল্প সময়ের মধ্যে পাহাড়তলী থানা পুলিশ কক্সবাজারের হারবাং এলাকা থেকে থেকে গৃহকর্মী রাশেদা বেগমকে গ্রেফতার করে।

ওসি বলেন, সংঘবদ্ধ একটি চক্র চট্টগ্রাম শহরের বিভিন্ন বাসাবাড়িতে গৃহকর্মীর ছদ্মবেশে তাদের লোকদের নিয়োগ দেয়। পরে সুযোগ বুঝে তাদের পাঠানো গৃহকর্মী বাসার স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান। এই চক্রের সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *