জমকালো আয়োজনে ভোলাহাট উৎসব-২০২৫ উদযাপিত!

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলা ও রাজধানী ঢাকায় চাকরীরত সকল শিল্প-কলকারখানাসহ অন্যান্য প্রতিষ্ঠানের স্বত্বাধীকারী, বিভিন্ন পেশা ও উদ্দ্যোক্তা হিসেবে উৎপাদনমূখী কর্মে জড়িতদের মিলিত “ভোলাহাট উপজেলা সমিতি, ঢাকা”র আয়োজনে মিরপুর -১ প্রিয়াঙ্কা পিকনিক গ্রাউন ও শুটিং স্পট ব্যারিবাধ রোড বিরুলিয়া ব্রীজ “ভোলাহাট উৎসব-২০২৫” উপলক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
এলক্ষ্যে ১৭ জানুয়ারি শুক্রবার সকাল ৮টায় মিলনমেলায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য-৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আলহাজ্ব আমিনুল ইসলাম। এ সময় তিনি জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের কার্যসূচীর শুভ উদ্বোধন করেন।
সকাল ১০টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশিক আহমেদ বাপ্পি, পুলিশ সুপার অবসরপ্রাপ্ত আতাউর রহমান। অন্যদের মধ্যে দবিরুল ইসলাম , এ এম নাজমুল ইসলাম, আলাউদ্দিনসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন।
পরে প্রধান উপদেষ্টা মিজানুর রহমান আশিক আহমেদকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট ৩ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।
মিলনমেলায় কমিটিকে আগামী দিনে এই সংগঠনকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়। দিনব্যাপী জমকালো অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদুর রহমান। অনুষ্ঠানে প্রায় ১৫০০ লোক উপস্থিত ছিলেন।

ছবিঃ ভোলাহাট ঢাকা সমিতির আয়োজনে মিলনমেলায় বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *