নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​নরসিংদীতে ডিস ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে আধিপত্যের জেরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যু অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন আরো একজন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে মাধবদী থানার শেখেরচর-বাবুরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনজু মিয়া (২২) মাধবদী থানার পৌলাণপুর এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে এবং আহত বখতিয়ার মেহেরপাড়া ইউনিয়ন তাঁতীদলের সভাপতি ও যুবদল নেতা ইফতেখার আলমের ছোট ভাই।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরে মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন ও একই ইউনিয়নের যুবদলের সভাপতি ইফতেখার আলম বাবলা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে তিনদিন আগে ইফতেখারের ছোট ভাই জ্যোতিকে মারধর করে আকরাম ও তার সহযোগীরা। এর জেরে বৃহস্পতিবার রাতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে ইফতেখার গ্রুপের ডিস ব্যবসার কর্মী মনজুরের মৃত্যু হয় এবং আহত হন তাঁতীদল নেতা বখতিয়ার। বর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান।

নরসিংদীতে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন।পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন তথ্য পেয়েছি। বিএনপির দুই গ্রুপের মধ্যে ডিস, ইন্টারনেট ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ। আর তা নিয়েই আজকের গোলাগুলি। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানা যাবে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *