খাজুরায় লাখ টাকার ইয়াবা ফেলে পালালেন পাচারকারী
ভ্রাম্যমান প্রতিনিধি:
যশোরের খাজুরায় ইয়াবা ভর্তি ব্যাগ ফেলে পালিয়েছেন একজন পাচারকারী। বৃহস্পতিবার দুপুর ২টায় খাজুরা বাজার তেলপাম্প এলাকায় এ ঘটনা ঘটে। ওই ব্যাগ থেকে ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। যার আনুমানিক মূল্য সাড়ে ৮ লাখ টাকা।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসলাম হোসেন জানান, গোপন খবর পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা বাজার তেলপাম্প এলাকায় অবস্থান নেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৭১৫৩) বাস তল্লাশি করে একটি ব্যাগ থেকে ২ হাজার ৮শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ডিএনসির উপস্থিতি টের পেয়ে আগেই বাস থেকে নেমে পালিয়ে যান পাচারকারী। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া ইয়াবার চালান কক্সবাজার থেকে সড়ক পথে যশোরে পাচার হচ্ছিলো বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ওই কর্মকর্তা।