অভয়নগরে জব্দ পাঁচ ট্রাক সার পুলিশী হেফাজতে

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
যশোরের অভয়নগরে সরকারী বরাদ্দের সার নয় ছয়ের অভিযোগে পাঁচ ট্রাক ডিএপি সার পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার ( ১৫ জনিুয়ারি ) রাতে নওয়াপাড়া পৌরসভার চেঙ্গুটিয়া মজুমদারের মিল সংলগ্ন এলাকা থেকে এ পাঁচ ট্রাক ডিএপি সার থানা হেফাজতে নেওয়া হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করেন, অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলি খাতুন। এসময় সরকারী বরাদ্দকৃত সারের ডিও ও প্রয়োজনী কাগজপত্র দেখে সন্দেহ হলে সার বোঝায় ট্রাক পাঁচটি থানা হেফাজতে নেওয়া হয়। কৃষি অফিস সুত্রে জানা যায়, নওয়াপাড়া নিজঘাট-৪ থেকে সারগুলো বোঝায় করে ঝালকাঠি, উজিরপুর, বরিশাল যাওয়ার কথা ছিল তবে সারগুলো ঝালকাঠি, উজিরপুরে না নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছিল। এব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন গ্রামের কাগজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ট্রাক ডিএপি সার পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। পাঁচ গাড়িতে মোট ১৭৬০ বস্তা সার পাওয়া গেছে। যাচায় বাছায় চলছে প্রাথমিকভাবে কারসাজির অভিযোগের সতত্যা মিলেছে, অবৈধভাবে এক এলাকার সার অন্য এলাকায় পাঠিয়ে কৃত্তিম সংকট সৃষ্টির চেষ্টা করা হয়েছে। অপরাধ প্রমাণীত হলে সংস্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *