কলেজছাত্রীকে তুলে নেওয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিলে এক কলেজছাত্রীকে (১৭) তুলে নিয়ে বিয়ে করার অভিযোগে মো. সাইফুল ইসলাম রনি (২৮) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাতে ছাত্রীসহ ওই ছাত্রদল নেতাকে ঢাকা থেকে আটক করা হয়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সাইফুল ইসলাম রনি উপজেলার বদলকোট ইউনিয়নের রেজ্জাকপুর গ্রামের বাসিন্দা। সে চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং বর্তমানে উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী।
ছাত্রীর মা বলেন, ‘আমার মেয়ে চাটখিল মহিলা ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। স্থানীয় এক প্রবাসীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে তার বিয়ে ঠিক হয়েছে। গত ৬ জানুয়ারি সাইফুল ইসলাম রনি আমার মেয়েকে ভুল বুঝিয়ে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে থানায় অভিযোগ দিলে পুলিশ তাদের ঢাকা থেকে উদ্ধার করে।’
খোঁজ নিয়ে জানা গেছে, অপ্রাপ্তবয়স্ক ওই ছাত্রীর ভুয়া জন্মতারিখ দেখিয়ে ঢাকা মেট্রোপলিটন আদালতে ‘কোর্ট ম্যারেজ’ করেন সাইফুল। এদিকে ওই কাগজ দেখিয়ে প্রভাবশালী একটি পক্ষ বিয়ে মেনে নিতে ছাত্রীর পরিবারকে চাপ দিচ্ছেন।
এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন বলেন, ‘ছাত্রীর পরিবারের অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’