৪০০(চারশত) গ্রাম গাজাসহ গ্রেফতার ০১

মশিউর রহমান ঃ
মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম কর্তৃক ০১ জন মাদক ব্যবসায়ী মোঃ মেহেদী হাসান(৩৯) পিং-মোঃ আনোয়ার হোসেন ভূইয়া(চুকানী), মাতা-মোসাঃ জীবন্নেছা, সাং-পূর্ব ধুলাসার ০২ নং ওয়ার্ড, ইউপি-ধুলাসার, বর্তমান ঠিকানা-কেরানীপাড়া, ৭ নং ওয়ার্ডস্থ আসামীর স্ত্রী মাচান এর বসত বাড়ী, কুয়াকাটা পৌরসভা, থানা-মহিপুর, জেলা-পটুয়াখালীকে তাহার স্ত্রীর মাচান এর বাড়ি থেকে ৪০০(চারশত) গ্রাম গাজা সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
1 attachment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *