কোটি টাকার রাজস্ব আদায়, যাত্রীসেবায় নেই উদ্যোগ
ভ্রাম্যমান প্রতিনিধি
বরগুনায় জেলা পরিষদের ইজারা দেওয়া ১৫টি খেয়াঘাট থেকে রাজস্ব আদায় হচ্ছে কোটি কোটি টাকা। তবে অনেক ঘাটেই নেই যাত্রীদের ওঠানামার জন্য নির্দিষ্টভাবে আলাদা কোনো ঘাটের ব্যবস্থা। যাত্রীদের ওঠানামার জন্য পৃথক ঘাটের ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা। বিভিন্ন ঘাটে নির্মিত যাত্রীছাউনি দখল হয়ে যাওয়াসহ প্রয়োজনীয় সংস্কারের অভাবে সৃষ্টি হয়েছে বেহাল দশার।
বরগুনা জেলা পরিষদ সূত্রে জানা যায়, চলতি বছর ১৫টি খেয়াঘাট থেকে সরকারি ফি বাদে ইজারাদারদের কাছ থেকে মোট পাঁচ কোটি ২২ লাখ ২০ হাজার ৯৪০ টাকা ইজারা আদায় করা হয়েছে। জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এ ঘাটগুলো থেকে প্রতিদিন যাত্রী পারাপারের সংখ্যার ভিত্তিতেই বছর হিসেবে কমবেশি ইজারা নির্ধারণ করা হয়। এ বছর পুরাকাটা-আমতলী খেয়াঘাট থেকে সর্বোচ্চ এক কোটি ৫৩ লাখ টাকা ইজারা আদায় করা হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা বড়ইতলা-বাইনচটকি ঘাট থেকে এক কোটি ৭ লাখ ৫০ হাজার টাকার ইজারা আদায় হয়েছে।