একটি চটপটি ও দুটি খাবারের দোকানের বিপরীতে ২৩৪ কোটি টাকা ব্যাংকঋণ
বিশেষ প্রতিনিধি
ট্টগ্রামের নওরোজ এন্টারপ্রাইজ নামের একটি চটপটির দোকান ও দুটি খাবারের দোকানের বিপরীতে ২৩৪ কোটি টাকা ঋণ দেওয়ার অভিযোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের মালিক এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার তাঁর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়।
রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, একটি চটপটি ও দুটি খাবারের দোকানের বিপরীতে জাল জালিয়াতির মাধ্যমে ব্যাংক থেকে ২৩৪ কোটি টাকা ঋণ দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে প্রাথমিক তথ্যাদি যাচাই–বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।