শিক্ষিকাকে ধর্ষণচেষ্টা, প্রধান শিক্ষক আটক
স্টাফ রিপোটার
চট্টগ্রামে চান্দগাঁও থানার মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক দেদুল বড়ুয়াকে এক শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দেদুল বড়ুয়া পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক। তিনি যাকে ধর্ষণের চেষ্টা করেন তিনিও পাইলট একাডেমির শিক্ষিকা। বুধবার দুপুরের দিকে নারী শিক্ষককে ধর্ষণের চেষ্টা করেন দেদুল। এক পর্যায়ে নারী শিক্ষিকা চিৎকার করলে আশপাশের লোকজন গিয়ে দেদুলকে আটক করে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দেদুল চান্দগাঁও থানার মোহরা ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতা ছিলেন বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন কালের কণ্ঠকে বলেন, ‘মোহরা পাইলট একাডেমির প্রধান শিক্ষক দেদুল বড়ুয়া নিজ প্রতিষ্ঠানের স্কুলের শিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে ওই শিক্ষিকা জোরে চিৎকার করেন। চিৎকার শুনে সাধারণ মানুষ গিয়ে দেদুলকে মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে।
তিনি বলেন, ‘এই ঘটনায় ভুক্তভোগী ওই নারী শিক্ষক চান্দগাঁও থানায় মামলা করবেন।’