খুলনার সাবেক কাউন্সিলর টিপু হত্যার ঘটনায় অস্ত্রসহ গ্রেফতার ৩

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​কক্সবাজার সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনে দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু (৫৫) হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক গ্রেফতার আসামিদের পরিচয় পাওয়া যায়নি। কক্সবাজারের পুলিশ সুপার রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খুলনার সাবেক কাউন্সিলর চাঞ্চল্যকর টিপু হত্যাকাণ্ডে সরাসরি জড়িত তিন আসামিকে সিলেট থেকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। আসামিদের কক্সবাজারে আনা হচ্ছে। বিস্তারিত সংবাদ সম্মেলনে জানানো হবে। এর আগে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে কাছে দুর্বৃত্তদের গুলিতে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর নিহত হন।

কাউন্সিলর টিপুর হত্যার ঘটনায় পরের দিন শুক্রবার (১০ জানুয়ারি) খুলনার ১৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার ওরফে চালুসহ ২ জনকে আটক করে র‍্যাব। আটক অপরজন মেজবাহ হক ভুট্টো। তিনি কক্সবাজার শহরের টেকপাড়ার বাসিন্দা।

র‍্যাব-১৫ অধিনায়ক লে. কর্ণেল এইচএম সাজ্জাদ হোসেন জানান, ইফতেখারসহ নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কক্সবাজারে আসেন। হোটেল গোল্ডেন হিলের অতিথি লিপিবদ্ধ বই এ দেখা গেছে আটক ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপুর সঙ্গে রুমি (২৭) নামের এক নারীও সকাল ৭টায় হোটেলে উঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *