বিএমপি গোয়েন্দা শাখার অভিযানে ০১ কেজি গাঁজাসহ আটক ০২ জন।
মশিউর রহমান ঃ
বিএমপি গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক জনাব ইসমাইল হোসেন এর নেতৃত্বে এসআই/মোঃ ফিরোজ আলম, এএসআই/ মোঃ আনোয়ার হোসেন বিপিএম, এএসআই/ জাকির হোসেন, কং/৪৫৮ রাশেদ, কং/৮৬৮ মোঃ ফাহাদ গণের সমন্বিত বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৩ জানুয়ারী ২০২৫ খ্রি. ১৫.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন বিসিসি ১৮ নং ওয়ার্ডস্থ বগুড়া রোড অপসো স্যালাইন মোড় হইতে এসসিজিএম মাধ্যমিক বিদ্যালয় যাওয়ার রাস্তার মুখে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনায় অভিযুক্ত ১। মোঃ মাসুম দেওয়ান (৩২), পিতা-মোঃ মোতালেব দেওয়ান, মাতা-মোঃ বিউটি বেগম, সাং- আলীনগর, আলীনগর ইউপি, থানা- সদর, জেলা- ভোলা ০২। মোঃ মাসুম ফকির (৪৩), পিতা- মৃত হামেজ ফকির, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং-কয়ারচর, ০৯ নং দপদপিয়া ইউপি, থানা- নলছিটি, জেলা-ঝালকাঠি দ্বয়ের হেফাজত হতে ০১ কেজি গাঁজা উদ্ধার পূর্বক তাদেরকে আটক করেন।
ধৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।