বাণিজ্য মেলায় যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, নিহত ১

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​চট্টগ্রামের মিরসরাইয়ে শিল্প ও বাণিজ্য মেলায় যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে মো. মুন্না (২২) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ১১টার দিকে মিরসরাই স্টেডিয়াম ও মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েক দফা সংঘর্ষে উত্তেজনা চরমে পৌঁছায়, যা শেষ পর্যন্ত প্রাণহানির কারণ হয়।

নিহত মুন্না মিরসরাই পৌরসভার উত্তর গোভানিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। এ ছাড়া আহতদের
মধ্যে আরাফাত (২৩), আসিফ (২১), হাসান (২১), সজীব (২০), রাহাত (২৪), রাশেদ (২২) ও হৃদয়ের (২১) নাম জানা গেছে।

পুলিশ ও আহতরা জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরসরাই স্টেডিয়ামে চলা শিল্প ও বাণিজ্য মেলায় পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল ইসলাম ও সদস্য সচিব জাহিদ হোসেন অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। তার জেরে মেলার গেইটে সিএনজি অটোরিকশার টোল আদায়সহ শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা জাহিদ অনুসারীদের ওপর কামরুল অনুসারী ১৫ থেকে ২০ জনের একটি গ্রুপ হামলা চালায়। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে জাহিদের অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে চলে আসে। সেখানেও দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে জাহিদ অনুসারীরা মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। রাত ১১টার দিকে কামরুলের অনুসারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে জাহিদের অনুসারীদের ওপর আবার চড়াও হয়। এ সময় মুন্না নামে জাহিদের এক অনুসারী এক কর্মী তাদের সামনে পড়লে তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মান্নাকে মৃত ঘোষণা করে। মিরসরাই পৌরসভা যুবদলের সদস্য সচিব জাহিদ হোসেন বলেন, এটি কোনোভাবে মেনে নেয়া যায় না। মুন্না যুবদলের কর্মী ছিল।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, রাতে মিরসরাই পৌরসভায় যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *