প্রকাশিত সংবাদের বিরুদ্ধে বটিয়াঘাটা প্রেসক্লাবে প্রতিবাদ সংবাদ সম্মেলন

সেখ রাসেল, ব্যুরো চিফ, খুলনা: গত ইং ১৩/০১/২৯২৫ তারিখ সোমবার সকাল ১১ টায় বটিয়াঘাটার গ্রামের তৈবুর রহমান, পান্না মিয়া, সঞ্জয় মন্ডল, বিবেক মন্ডল, সোরাব খলিফা ভুক্তভোগি ব্যক্তিগণ  উল্লেখ করে বলেন, গত ০৯/০১/২০২৫ তারিখ সকাল ১১ টায় বটিয়াঘাটা প্রেস ক্লাবে মাসুমা আক্তার স্বামী ইয়ার মাহমুদ খান, গ্রাম তেতুলতলা একটি মিথ্যা ভিত্তিহীন সাংবাদিক সম্মেলন করেন উক্ত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার পর আমরা আপনাদের মাধ্যমে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। উক্ত সংবাদটি কিছু আঞ্চলিক পত্রিকায় প্রকাশ হয়েছে। মাসুম আক্তার আর এ ৬৩৬,৬৩৭ ৬৩৮ ৬৫৭ ও ৭৩০ দাগে জমি কিনে দুইটি দাগে জমি দখলের চেষ্টা করে। আমরা বাধা দিতে গেলে আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি হামলা মামলাসহ বিভিন্ন দপ্তরে দরখাস্ত দিয়ে আমাদেরকে হয়রানি করছে। এ বিষয়ে জমিদাতা বিবেক মন্ডল বলেন আমি এস,এ জরিপের উপর তাদের কাছে মোট পাঁচটা দাগে জমি বিক্রি করেছি। অথচ তারা রাস্তার পাশ দিয়ে মাত্র দুইটি দাগে জমি দখলের চেষ্টা করে। আমি তাদেরকে চৌহদ্দি দিয়ে জায়গা বুঝিয়ে দেওয়ার পরও তা না মেনে রাস্তার পাশ দিয়ে ভালো জায়গাটি দখলের চেষ্টা করে। এ বিষয়ে আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাইয়া সুষ্টু বিচার দাবি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *