খাজুরা বাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ, অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রি এবং মূল্যতালিকায় অসঙ্গতি থাকায় যশোরের খাজুরা বাজারে তিন প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিত্যপ্রয়োজনী পণ্যের বাজার মূল্য নিশ্চিত করতে এই অভিযান পরিচালনা করে।
এদিন বেলা ১১টা থেকে এক ঘণ্টার অভিযানে নেতৃত্ব দেন ভোক্তার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। এ সময় কৃষি বিপণন অধিদপ্তর যশোরের মাঠ ও বাজার পরিদর্শক মোহাম্মদ কুতুব উদ্দীনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সৈয়দা তামান্না তাসনীম জানান, মেয়াদোত্তীর্ণ কীটনাশক মজুদ রাখায় খাজুরা বাজার মসজিদ রোডের দত্ত স্টোরকে তিন হাজার টাকা, অনুমোদনহীন ও নকল প্রসাধনী বিক্রি করায় কসমেটিকস পট্টির লগ্ম কসমেটিকসকে এক হাজার টাকা এবং মূল্যতালিকায় অসঙ্গতি থাকায় চালপট্টির সাহা রাইস এজেন্সিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি জানান, অভিযান চলাকালে বাজারের সকল মুদি, চাল, মুরগি ও মাংসের দোকানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন করা এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ব্যাপারে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তার সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *