নড়াইলে মিথ্য মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​ড়াইলে মিথ্যা মামলা দায়ের’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্টিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ভদ্রবিলা বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সাধারণ মানুষেরা সতঃস্ফূর্তভাবে অংশ নেয়।
এসময় বক্তব্য দেন ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রাকিব সেন্টু, ভদ্রবিলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য রেজাউল শেখ, ইউনিয়ন বিএনপির সদস্য জামান শেখ, মনিরুল ইসলাম কালু প্রমুখ।
বক্তারা অভিযোগ করে বলেন, গত ২৯ ডিসেম্বর ভদ্রবিলা ইউনিয়নের পলইডাঙ্গা গ্রামের শফিকুল ইসলাম আদালতে একটি মামলা করেছেন। তাতে তিনি দাবি করেছেন, গত ৪ আগস্ট নড়াইল সদর উপজেলার শেখ রাসেল সেতুর পূর্ব পাশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে সে গুলিবিদ্ধ হয়ে আহত হন। প্রকৃতপক্ষে আন্দোলনে গিয়ে তিনি আহত হননি। কয়েকমাস আগে নিজ এলাকায় একটি গাছ থেকে পড়ে গিয়ে তার হাত ভেঙে যায়। পরে গ্রামবাসী অর্থ তুলে তার চিকিৎসা করায়। অথচ সে আন্দোলন গিয়ে আহত হয়েছে বলে মিথ্যা দাবি করে মামলা করেছেন। তাতে নিরীহ মানুষদের আসামি করা হয়েছে। আসামিদের ভয় দেখিয়ে মামলা থেকে নাম প্রত্যাহারের কথা বলে মোটা অংকের অর্থ দাবি করছেন শফিকুল।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ডিসেম্বর ২৯ জনের নাম উল্লেখসহ ৪০০-৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি দিয়ে নড়াইল সদর আমলি আদালতে একটি অভিযোগ দেন শফিকুল ইসলাম। পরে ২৯ ডিসেম্বর দুপুরে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন অভিযোগটি এজাহার হিসেবে নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *