নড়াইলে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
নড়াইলে মাদক ব্যবসার অভিযোগে ২জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে নড়াইল ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পারভেজ জমাদ্দার (২৪) ও মুরসালিন (২১)।
সোমবার (১৩ জানুয়ারি) সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতার হওয়া পারভেজ জমাদ্দার (২৪) নড়াইল সদর উপজেলার দিঘলিয়া গ্রামের ফারুক জমাদ্দারের ছেলে। আর মুরসালিন রায়খালী গ্রামের সবুর মোল্যার ছেলে।
নড়াইল ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) জানান, রোববার (১২জানুয়ারি) রাতে তাদের ইয়বা সহ গ্রেফতার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নড়াইল সদর উপজেলার বোড়ামারা গ্রামের গজালবাড়িয়া নির্মানাধির ব্রিজের নিকট হতে তাদের গ্রেফতার করা হয়।