ছাত্র-জনতার উপর হামলা ও হত্যা মামলার আসামী কাঁচপুরে চিহ্নিত ভূমিদস্যূ ফেল্টুস এমপি মতিন এখনো বহাল
সোনারগাঁ প্রতিনিধি :
কাঁচপুরে ছাত্রজনতার উপর দফায় দফায় হামলা করা সেই আওয়ামীলীগ নেতা ও চিহ্নিত ভূমিদস্যু একাধিক হত্যা মামলার আসামি মতিন খাঁন ওরফে ফেল্টুস এমপি মতিনের অপকর্ম এখনো বহাল রয়েছে। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকার মতিন খাঁন যেনো এক মূর্তিমান আতংকের নাম। স্বৈরাচার শেখ হাসিনার ড্যামি দ্বাদশ নির্বাচনে নারায়ণগঞ্জ ৩-আসন সোনারগাঁ উপজেলা থেকে আওয়ামীলীগের মনোনয়ন নিয়ে এমপি হতেও চেয়েছিলেন এই ভূমিদস্য মতিন খানঁ ওরফে ফেল্টুস এমপি মতিন। ছাত্রজনতার নৈতিক দাবি নিয়ে সারাদেশের নেয় সোনারগাঁ উপজেলার কাঁচপুরে আন্দোলন চালিয়ে গেলে এই মতিন খানঁ তার পালিত সন্ত্রাসী বাহিনী দিয়ে ৩আগস্ট ও ৪ আগস্ট দফায় দফায় হামলা চালায়। এতে করে অনেক শিক্ষার্থী ও সাধারণ জনগন গুরুতর আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কিন্ত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা দেশ পলায়নের পরপরই গা ঢাকা দেন আওয়ামীলীগের প্রভাবশালী এই নেতা। তার বিরুদ্ধে সোনারগাঁ থানাসহ নারায়ণগঞ্জে একাধিক থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছেন। তবুও থেমে নেই তার সন্ত্রাসী বাহিনীদের জমি দখল ও অস্ত্রের মহড়া। কাঁচপুর,সোনাপুর,গঙ্গাপুর, ললাটিসহ আরো অনেক এলাকায় বিস্তার করেছেন তিনি তার অপরাধের স্বর্গরাজ্য। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। তার সন্ত্রাসী বাহিনী দিয়ে অসহায় নিরিহ মানুষের জমি ও ঘরবাড়ি দখল করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ললাটি এলাকায় নিরিহ মানুষদের জমি দখল করে নিয়ে ইটের ভাটা ও লিপি পেপার মিলস ও গড়েছেন। ইটের ভাটায় তার টর্চার সেল ছিলো বলে একাধিক সূত্র জানান। আর এসব অবৈধ পথে বেনামে গড়ে সম্পদের পাহাড় ও বনে গেছেন শত শত কোটি টাকার মালিক। দুর্নীতি দমন কমিশনে এসব অবৈধ সম্পদের তদন্তের দাবি জানান সাধারণ জনগণ। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার গ্রেফতার দাবী জানান কাঁচপুর এলাকাবাসী।
ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে
৩ কোটি টাকার ফার্নেস অয়েল
লুটের ঘটনায় মামলা
বন্দর প্রতিনিধি:
নারায়ণগঞ্জ-মুন্সীঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনা থেকে র্ফানেস ওয়েল ভর্তি ওটি বিন জামান-১ ছিনতাই করে ৩ কোটি টাকা মূল্যের ৩৫০ টন ফার্নেস অয়েল লুট করার ঘটনায় মামলা হয়েছে। কিন্তু তিনদিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি লুট করা তেল।
শুক্রবার(১০ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে চর মুক্তারপুরের কাছে এই ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে ডাকাতির অপরাধে ৩৯৫/৩৯৭ ধারায় মুন্সীগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিন্তু ঘটনার তিন দিনেও ফার্নেস অয়েল উদ্ধার কিংবা ডাকাতদের শনাক্ত করা যায়নি। মামলার বাদী হয়েছেন জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিসার শিপিং লাইন্সের অপারেশন ম্যানেজার ফজলে খোদা। এতে ৭-৮ জন অজ্ঞাত ডাকাতকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখ করা হয়েছে, জাহাজটি ৩৬০ দশমিক ০৩৬ মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে নারায়ণগঞ্জের মদনগঞ্জের সামিট ঘাট থেকে গাজীপুরের কড্ডা পাওয়ার প্ল্যান্টের উদ্দেশে রওনা হয়ে শুক্রবার সাড়ে ৬টায় ডাকাতির কবলে পরে। ইঞ্চিন চালিত একটি ট্রলারে করে পেছন দিক থেকে লাফিয়ে অয়েল ট্যাংকারে উঠে চালকসহ সকলকে জিম্মি করে ফেলে। এই সময় প্রত্যেকের হাতে রাম দা ছিল বলে উল্লেখ করা হয়।