বগুড়ায় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ জানুয়ারি) রাতে শহরের শ্রী-রামপুরপাড়ায় ঢাকা-বগুড়া মহাসড়কে যাত্রীবাহী বাসে এই তল্লাশি চালানো হয়। এসময় আমদানি নিষিদ্ধ ভারতীয় ১৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামের আব্দুল হাকিমের ছেলে মক্কা আলী (৫৫) ও একই এলাকার ইছাহাক আলীর ছেলে মো. জিয়ারুল হক (৩৫)।
শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, লালমনিরহাট থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস চট্টগ্রাম যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের ওই স্থানে ওই বাসটিকে আটকে তল্লাশি চালানো হয়। এসময় ১৩০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দেওয়া হয়। পরে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।