মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থী নিহত
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
বাগেরহাটের মোংলায় স্কুল থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মরিয়ম নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার ( ১২ জানুয়ারি) দুপুরে উপজেলার দিগরাজ রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মরিয়ম দিগরাজ এলাকার রোকন শেখের মেয়ে।
প্রত্যাক্ষদর্শী হেলাল শেখ জানান, মরিয়ম স্কুল থেকে রেল লাইনের পাশ দিয়ে তার মায়ের সঙ্গে আসতেছিলো। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রেন চলে আসে। রেলক্রসিং করার সময় ট্রেনের নিচে কাটা পড়ে মরিয়ম ঘটনাস্থলেই মারা যায়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান ঘটনাস্থল থেকে জানান, দুর্ঘটনার বিষয়টি জানার পর তিনিসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।