মাগুরায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন

বিকাশ বাছাড়,মাগুরা: আগামী ১৬ জানুয়ারী বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় আমির ডা শফিকুর রহমানের মাগুরায় আগমন উপলক্ষে রবিবার বেলা ১১টায় মাগুরা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেছে জেলা জামায়াতে ইসলামী।
জেলা জামায়াতের আমির অধ্যাপক এম বি বাকেরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুর রহমান সেক্রেটারি অধ্যাপক সাঈদ আহমেদ বাচ্চু, সহকারী সেক্রেটারী আব্দুল গাফফার, শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মোঃ ইব্রাহিম বিশ্বাস, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি মোঃ আশিক খান, সংগঠনের অমুসলিম শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা পরেশ কান্তি সাহা, সাধারণ সম্পাদক উত্তম কুমার বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকসহ বিভিন্ন প্রেস, ইলেকট্রনিক ও অন লাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
জেলা জামায়াতের আমির জানান- ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় স্থানীয় নোমানী ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডা. মোঃ শফিকুর রহমান। কর্মী সমাবেশে লক্ষাধিক কর্মী-সমর্থকদের সাথে জেলার অন্তত ৫ হাজার ভিন্ন ধর্মাবলম্বী সদস্য অংশগ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি । এই কর্মী সম্মেলনে কেন্দ্রীয় আমির মাগুরা জেলার উন্নয়ন অগ্রগতি ও ভবিষ্যৎ রাজনৈতিক বিষয়ে দিকনির্দেশনাপূর্ণ বক্তব্য রাখবেন। ঐদিন বিকেলে তিনি স্থানীয় একটি হলরুমে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *