সাপাহারে জোর পূর্বক লক্ষাধিক টাকার মাছ উত্তোলন

নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে পূর্ব দ্বন্দ্বের জের ধরে পুকুর থেকে জোরপূর্বক লক্ষাধিক টাকার মাছ উত্তোলন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভাবুক গ্রামে। এ বিষয়ে ১১ জানুয়ারী (শনিবার) ৪ জনকে বাদী করে থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী ভাবুক গ্রামের জুলফিকার আলি।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভাবুক গ্রামের মৃত নাজিমউদ্দীনের ছেলে জুলফিকার আলি ভাবুক মৌজার ৮ নং আর এস খতিয়ান ভুক্ত ৩৪২ নং দাগের ১ একর ৬৪ শতাংশ সম্পত্তি ক্রয় মূলে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলো। ইতিমধ্যে ভাবুক গ্রামের নাজিমুদ্দিনের ছেলে বিবাদী জিয়ারুল, শামসুল, আনিসুর ও মনসুরের নেতৃত্বে গত ৩ জানুয়ারী ভোর আনুমানিক ৫ টার দিকে পুকুরে গিয়ে জোরপূর্বক বিভিন্ন প্রজাতির প্রায় দশ মণ মাছ উত্তোলন করে।যাতে করে প্রায় লক্ষাধিক টাকার মাছ তুলে নিয়েছে বলে জানা গেছে। এছাড়াও ওই দিন দুপুরে বে আইনী ভাবে নেট দিয়ে ঘের দিয়ে গায়ের জোরে উক্ত সম্পত্তি জবরদখলের চেষ্টা করে।

উল্লেখ্য যে, এর আগেও বিবাদীরা ভয় ভীতি প্রদর্শন করে এবং জোর করে পুকুর দখল নেওয়ার চেষ্টা ও হুমকি ধামকি সহ ভয়ভীতি প্রদান করে।

এ ব্যাপারে বিবাদী শামসুলের সাথে মুঠোফোনে কথা হলে তিনি মাছ উত্তোলনের কথা অস্বীকার করেন। নিজের প্রাপ্য জমিতে ঘের দিয়ে মাছ ছেড়েছে বলে জানান।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, সুষ্ঠ তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *