সাংবাদিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচারে বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের তীব্র প্রতিবাদ
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
এখন টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান কর্তৃক সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি ও সাধারন সম্পাদকের বিরুদ্ধে বিরামহীন অপপ্রচারের ঘটনায় বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এক যৌথ বিবৃতিতে বগুড়া প্রেসক্লাবের আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সদস্য সচিব সবুর শাহ লোটাস এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারন সম্পাদক এস এম আবু সাঈদ বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি এখন টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদ রহমান সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস ও সাধারন সম্পাদক এস এম আবু সাঈদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। তিনি গোপনে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি ও সাধারন সম্পাদকসহ সাংবাদিক নেতাদের নাম, ঠিকানা সংগ্রহ করে তাদের নামে মিথ্যা মামলা দায়েরের চক্রান্ত করছেন।
এই ঘটনার প্রতিবাদে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে মানববন্ধন কর্মসূচি পালনের পর মাজেদ রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দের নামে অপপ্রচার ও বিষোদগার করে চলেছেন।
এমতাবস্থায় এখন টেলিভিশনের বগুড়া প্রতিনিধি মাজেদ রহমানের আপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বগুড়া প্রেসক্লাব এবং সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র পক্ষ থেকে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সাথে মাজেদ রহমানকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষনা করা হলো।