শাহ আমানতে মানবপাচার মামলার আসামি গ্রেপ্তার

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দের দুবাই যাওয়ার সময় এক মানবপাচার মামলার আসামিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

গ্রেপ্তার ইফতেখারুল আলম রনি ফেনী জেলার ফাজিলপুরের নুরের জামানের ছেলে। শনিবার (১১ জানুয়ারি) রাত ৮টায় তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল।

তিনি জানান, রাত ৮টায় চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশের BG-147 ফ্লাইটে দুবাই যেতে শাহ আমানত বিমানবন্দরে আসেন ইফতেখারুল আলম রনি। পরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। রনি মানবপাচারের সাথে জড়িত এবং এ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন আইনে কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলা ও ব্রাহ্মণপাড়া থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *