বরিশালে আ’ লীগ কর্মীর হাত ও পায়ের রগ কাটল যুবদল কর্মীরা

অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
​ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মুমুর্ষ অবস্থায় আওয়ামী লীগের নেতা শাহরিয়ার সাচিব রাজিব (৪০) ভর্তি করা হয়েছে। তার হাত ও পায়ের রগ কেটে দিয়েছে স্থানীয় যুবদল কর্মীরা।
আহত রাজিব জানাযায়, বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারন সম্পাদক বাচ্চুসহ একদল দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত ১০ টার দিকে বরিশাল নগরীর গোরস্থান রোডস্থ নিজ বাসা সংলগ্ন এলাকায় আটক করে হাত ও পায়ের রগ কেটে দেয় এবং তার শরীরে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত করে। হাসপাতালেল সার্জারী বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, তার শরীরে ১২টি স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষণের কারনে তার শারীরিক অবস্থা অনেকটা শস্কটাপন্ন। স্থানীয় লোকজন জানান, আহত শাহরিয়ার সাচিব রাজিব বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ হোসেন ফারুক শামীমের অনুসারী ছিলেন। গত সিটি করপোরেশন নির্বাচনে ২১ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। অপরদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদারের দায়ের করা মামলার আসামী। আহত রাজিবের বড় বোন সাংবাদিক শাহিনা আজমিন জানান, রাজিবের স্ত্রী রাত সোয়া ১০ টার দিকে তাকে ফোন করে জানান, বাসায় ফেরার পথে রাজিবকে নির্মম ভাবে কুপিয়ে রাস্তায় মৃত্যু মনে করে ফেলে যায় দুর্বৃত্তরা। বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনর্চাজ মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল এবং হাসপাতাল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুজনের অবস্থান নিশ্চিত হওয়াগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *