ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
অপরাধ তথ্যচিত্র ডেস্ক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে ঘরের দরজা ভেঙে মেহেদী হাসান নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।প্রয়াত মেহেদী রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন। তার গ্রামের বাড়ি রংপুর জেলায়। তিনি রাজশাহী মহানগরীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসে থাকতেন।রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, ‘গতকাল রাত ৯টায় রাজশাহীর এবেলা ছাত্রাবাসে নিজ রুমে গলায় ফাঁস দেয় রুয়েট শিক্ষার্থী।